SHORT TEXT BOOK ON HUMAN ANATOMY’ সর্ট টেক্সট বুক অন হিউম্যান এনাটমি’ বাংলাদেশে বহুল পঠিত একটি মেডিকেল পুস্তক।
এই পুস্তকটি রচনা করেছেন বাংলাদেশের গর্ব; বাংলাদেশের মেডিকেল
পাবলিকেসন্স এর অন্যতম পথিকৃত; মেডিকেল দ্বিভাষিক পুস্তকের জনক সহকারী অধ্যাপক ডাঃ
মোঃ আব্দুল্লাহ আল কাইয়ুম ।
আমাদের দেশের চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন কোর্সে ইংরেজী মাধ্যমের পুস্তক অনুসরণ করা হয়। এসব পুস্তক এমনভাবে রচিত যে এগুলো ডিপ্লোমা বা সার্টিফিকেট পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উপযোগী নয়। তাছাড়া এসব বই ইংরেজি ভাষায় রচিত এবং ডিপ্লোমা পর্যায়ের ছাত্র ছাত্রীদের জন্য এই ইংরেজি ভাষা একটি সমস্যা।
এই পুস্তকটি মূলত ডিপ্লোমা ও সার্টিফিকেট পর্যায়ের কোর্স ( যেমন- মেডিকেল টেকনোলজি, নার্সিং, ফার্মেসী, হোমিওপ্যাথি, ইউনানী, আয়ুবের্দী, প্যারামেডিকেল, কমিউনিটি হেলথ ওয়ার্কার, পল্লী চিকিৎসক ইত্যাদি ) উপযোগী করে রচনা করা হয়েছে। এই পুস্তকটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় রচিত। কারণ চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক ভাষা ইংরেজি তাই মেডিকেল কোর্সের শিক্ষার্থীদের এই ভাষা আয়ত্ব করা অপরিহার্য কিন্তু মাতৃভাষায় জ্ঞান অর্জন করা সহজ।
যেহেতু এই পুস্তকটিতে হিউম্যান এনাটমি বিষয়ের অনেক তথ্য সার সংক্ষেপ আকারে ইংরেজী ও বাংলা ভাষায় দেয়া হয়েছে তাই এটি স্নাতক পর্যায়ের চিকিৎসা কোর্সের ( যেমন-এম.বি.বি.এস, বি.এইচ.এম.এস, বি.এ.এম.এস, বি.ইউ.এম.এস, বি.এস.সি ইন মেডিকেল টেকনোলজি, বি.এস.সি ইন নার্সিং, বি.এস.সি ইন ফিজিওথেরাপী ইত্যাদি) শিক্ষার্থীদৈর ক্ষেত্রেও সহায়ক ।
উল্লেখ্য যে ’সর্ট টেক্সট
বুক অন হিউম্যান এনাটমি’ Short text book on human anatomy পুস্তকটি ভারতের পশ্চিমবঙ্গেও
বহুল পঠিত।

0 Comments